Site icon Jamuna Television

কিম জং উন শুকিয়ে যাওয়ায় গুঞ্জন পশ্চিমা গণমাধ্যমে

হঠাৎ করেই অনেকটা শুকিয়ে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যে কারণে তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গণমাধ্যমে।

গত বুধবার (১৭ জুন) ক্ষমতাসীন দলের বৈঠকে যোগ দেয়া কিম জং উনের ভিডিও প্রচার করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি। যাতে কিছুদিন আগের চেয়ে বেশ শুকনো দেখায় ৩৭ বছর বয়সী নেতাকে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার কিমের ওজন ছিলো ১৪০ কেজি। নতুন ভিডিও দেখে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, তিন মাসের ব্যবধানে প্রায় ২০ কেজি ওজন কমেছে তার। এর আগেও কয়েক দফা তার অসুস্থতার গুঞ্জন ছড়ায়।

ব্যাপক মদ্যপান ও ধুমপানের অভ্যাস থাকা কিম অসুস্থতায় ভুগছেন, এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। অবশ্য সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিন বলছেন, অসুস্থতা নয়, বরং সুস্থ থাকার লক্ষ্যেই ওজন কমাচ্ছেন কিম জং উন। কারণ তার বাবা এবং দাদা দুজনই হার্টের সমস্যায় মারা যান।

Exit mobile version