Site icon Jamuna Television

ইউরোর স্টেডিয়ামের পাশে বোমা উদ্ধার!

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলছে ইউরোপের ১২টি শহরজুড়ে। এতে উৎসব চলছে পুরো মহাদেশেজুড়েই। এরই মাঝে ইতালির রোমে স্টেডিয়ামের পাশে এক রাজনীতিবিদের গাড়ি থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট’র খবরে বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

যদিও রাজনীতিবিদকে লক্ষ্য করে বোমাটি রাখা হয়েছিল নাকি ইউরো কাপকে লক্ষ্য করা হয়েছিল এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশের ধারনা, রোমের স্থানীয় রাজনীতিককে মারতেই তার গাড়িতে বোমা বেঁধে রেখেছিল দুর্বত্তরা।

ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা যায়, এক পথচারী গাড়ির বাইরে কিছু তার বেরিয়ে থাকায় স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে।

ইউরো কাপের স্টেডিয়াম থেকে গাড়িটি মাত্র এক কিলোমিটার দূরে ছিল। বোমাটি উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই সেখানে ম্যাচ শুরু হয়। খেলা চলাকালীন বা আগে-পরে বিস্ফোরণ হলে ব্যাপক ক্ষতি হতে পারতো বলে ধারনা করা হচ্ছে।

Exit mobile version