Site icon Jamuna Television

পেরুতে ৩০ টনের বেশি মাদক ধ্বংস

বিভিন্ন সময়ে জব্দ করা ৩০ টনের বেশি মাদক ধ্বংস করা হলো লাতিন আমেরিকার দেশ পেরুতে। দেশটির ইতিহাসে এটি সর্বোচ্চ পরিমাণে মাদক ধ্বংসের ঘটনা।

বুধবার (১৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী হোসে এলিসের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য পুড়িয়ে ফেলা হয়। যার মধ্যে ২১ টনই কোকেন। বাকি ৯ টন গাজা। এছাড়া আফিম, অ্যাম্ফেটামিন, এক্সট্যাসি সহ অন্যান্য মাদক রয়েছে কয়েক কেজি।

পেরুর সরকার বলছে, মাত্র কয়েক মাসেই এ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। প্রতিবেশী দেশ কলম্বিয়ার মতো পেরুতেও বিপুল পরিমাণ কোকেন উৎপন্ন হয়। যে জঙ্গল ও দুর্গম পাহাড়ে মাদক কারবারিদের আখড়া, সেখানে সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। তবে মার্কিন গোয়েন্দাদের সহযোগিতায় সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করেছে দেশটি।

Exit mobile version