Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ মে) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে।

নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে রাতে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন রাস্তা থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে পাগলার দিকে যাচ্ছিল। পিলকুনি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ায় চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলাকেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version