Site icon Jamuna Television

মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়া প্রতিনিধি:

দীর্ঘ এক মাস করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর মোহাম্মদ হাসান নামে মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল নয়টার দিকে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ হাসানের বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বাসিন্দা।

মোহাম্মদ হাসান গত ১৫ ই মে থেকে অসুস্থতা বোধ করতে থাকেন। পরে ২৫ মে থেকে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কোম্পানি করোনা পরীক্ষার ব্যবস্থা করে। পরীক্ষায় ফল পজিটিভ আসলে সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ৪-৫ দিন পর তার শ্বাসকষ্টের সমস্যা দেখা সুনগাই বুলহ হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিবিড় পর্যবেক্ষণে রেখে শ্বাসকষ্টের চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পরিবার ও মালয়েশিয়ার মালিকপক্ষ হাসানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানালে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দিতে অপারগতা প্রকাশ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রামণ যাতে না ছড়ায় সে কারণে তার মরদেহ দেওয়া হবে না। তবে ইসলামি নিয়ম অনুসারে মালয়েশিয়ায় হাসানের মরদেহ দাফন করা হবে।

Exit mobile version