Site icon Jamuna Television

দুনিয়ায় পাপ বেড়ে যাওয়ায় আল্লাহ করোনা দিয়েছেন: শফিপুত্র ইউসুফ মাদানী

দুনিয়াতে পাপকর্ম বেড়ে যাওয়াতেই আল্লাহ করোনার মত মহামারি দিয়েছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আল্লামা আহমদ শফির ছেলে হেফাজত ইসলামের সহকারী মহাসচিব ইউসুফ মাদানি এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আল্লামা শাহ আহমদ শফী (রহ)-এর জীবন, কর্ম, অবদান ও চলমান সংকট নিরসনে উলাময়ে কেরামের করণীয়’ বিষয়ে এক আলোচনা সভায় মাদানী বলেন, আল্লামা আহমদ শফির আদর্শের কথা বলে অনেক ব্যক্তি দেশে জেনা, ব্যাভিচারসহ অপকর্মে লিপ্ত হচ্ছে। বলে মন্তব্য করেছেন। তবে আহমদ শফীর দেখানো পথে চললে আলেমদের নাজেহাল হতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামের কথা বলে অনেকেই সাধারণ মানুষকে ধোকা দিয়ে নিজেদের ফায়দা লুটে নিচ্ছে জানিয়ে এসব মানুষদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন ইউসুফ মাদানী।

Exit mobile version