Site icon Jamuna Television

সাব্বিরকে জরিমানা, ইলিয়াস সানিকে সতর্কবার্তা ডিপিএল কমিটির

ক্রিকেটার সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলোয়াড় ইলিয়াস সানিকে ঢিল ছুঁড়ে মারা ও বর্ণবাদী আচরণের অভিযোগের শুনানি শেষে এই জরিমানা করা হয়।

তবে অভিযোগের পুরোপুরি সত্যতা পায়নি ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটি। এই ঘটনায় ইলিয়াস সানিকে সতর্ক করার পাশাপাশি অভিযোগ আনা দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার টিপু সুলতান মাহমুদকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

জানা যায়, বুধবার (১৬ জুন) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ও ওল্ড ডিওএইচএস এর ম্যাচ চলাকালীন ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামাল স্পিনার ইলিয়াস সানি। তখনও মাঠে নামেননি লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান। এ সময় সাব্বির ইলিয়াস সানিকে ইট ছুড়ে মেরেছেন এবং বর্ণবাদী গালাগাল করেছেন বলে লিখিত অভিযোগ আনে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগের শুনানি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটি সাব্বির ও ম্যানেজার সুলতানকে অর্থদণ্ড দেয় এবং সতর্ক করে ইলিয়াস সানিকে।

Exit mobile version