Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার মিডিয়ায় টাইগারদের জয়

মিরপুরে টাইগারদের কাছে স্মিথ বাহিনীর পরাজয় কোনোভাবেই হজম করতে পারছে না অস্ট্রেলিয়ানরা। তার প্রতিফলন দেখা গেছে অস্ট্রেলীয় গণমাধ্যমে। বুধবার মিরপুরে স্পিনে কাবু হয়ে ২০ রানে হার মানার পর স্মিথকে বেশ ভালই খোঁচা সহ্য করতে হচ্ছে।

সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করেছে, “ইতিহাস গড়ে অজিদের প্রথম বারের মতো হারালো টাইগাররা”।

বাংলাদেশ সফরের আগে অজি অধিনায়ক স্টিভ স্মিথ মন্তব্য করেছিলেন, এই সফরে তার দল মূলত সাজানো হয়েছে ভারতে আসন্ন সফরের কথা মাথায় রেখে। গত বছর ধোনীদের দেশে সিরিজ হেরে এসেছিলো তার দল। ফলে সামনে যাতে ভারতে ভাল করা যায় সেই প্রস্তুতিই নিতে চান বাংলাদেশে- ভাবখানা এমনটাই।

অন্যভাবে বললে, আসার আগে বাংলাদেশকে অতোটা পাত্তা দেননি স্মিথ! ঢাকা সফরের সময় এই সফরের চেয়ে পরের ভারত সফরকে প্রাধান্য দেয়া থেকে এমনটিই বুঝা যায়।

স্মিথের এই মন্তব্য টেনে সিডনি হেরাল্ড খোঁচা দিয়ে বলেছে, ‘র‌্যাংকিংয়ের তলানিতে থাকা টাইগারদের সাথে টেস্ট ম্যাচ হারা প্রথম অধিনায়ক হিসেবে নাম লেখানোয় তার মন্তব্যের পরিপক্বতা এখন প্রশ্নের মুখে।’

মুশফিক-তামিমদের নিয়ে পত্রিকাটির পর্যবেক্ষণ, “বাংলাদেশ এখন আর সহজে হারিয়ে দেয়ার মতো প্রতিপক্ষ নয়।”

নিউজ ডটকমের শিরোনাম ছিল, “ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার”। এই হারকে পত্রিকাটি ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে।

অস্ট্রেলিয়ার বাইরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে- “অজিদের আত্মসমর্পণ, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়”।

কিউএস

Exit mobile version