Site icon Jamuna Television

‘পদ্মাবত’ নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তি নিয়ে সৃষ্ট ‘জটিল উপাখ্যান’ নিয়েই একখান সিনেমা বানানো যায়। অমন ত্রিশঙ্কু অবস্থায়ও বলিউড পাড়ার বড় বড় ‘রুই কাতলারা’ তেমন মুখই খোলেননি।

অবশেষে মুক্তির প্রায় মাস খানেক পর মুখ খুললেন, তিনি আরও কেউ নন; বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান।

শাহরুখ বলেন, “ছবিটিকে ঘিরে দীর্ঘ বিতর্কের সময় বলিউড চুপ ছিল। এই চুপ থাকা ভয় থেকে নয়, মুক্তির আগেই বক্স অফিসে সিনেমাটির সাফল্যে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয় সেটি নিশ্চিতে তখন নীরব ছিল বলিউডের বড় বড় তারকারা।

‘পদ্মাবত’ ঘিরে সৃষ্ট বিতর্ক, দাঙ্গা-হাঙ্গামা; এ সব কিছুই কমবেশি সবাই জানে। মূলত বিরোধীতাকারীদের গুরুত্ব না দিতেই চুপ ছিলেন বলিউডের সবচেয়ে বড় ‘সেলসম্যান’ শাহরুখ।

এ ধরনের সংকট এড়াতে তিনি বেশ কিছু টোটকা পদ্বতিও নির্মাতাদের বাতলে দিয়েছেন। তিনি বলেন, কোনও সিনেমাকে নিয়ে এমন ধরনের বিক্ষোভ, আন্দোলন, দেখা দিলে নির্মাতাদের সেই সময়টাতে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর ও রণবীর সিং।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version