দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর হচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিলো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে বলে জানান তিনি। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের মানুষ নরক যন্ত্রণার মধ্যে আছে।
এসময় তিনি বলেন, প্রতিশোধ প্রবণ বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে ও দেশে রক্তের বন্যা বয়ে যাবে। তাই সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলেও বলেও জানান ওবায়দুল কাদের।
এ সসয় ওবায়দুল কাদের বিএনপির রাজনীতিকে ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেন।
এনএনআর/

