Site icon Jamuna Television

লকডাউনের চতুর্থ দিনে দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে ৪৭.৪৪ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে করোনা সংক্রমণের হার বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) করোনা সংক্রমণ শনাক্তের হার ৩৬.৯৩ শতাংশ ছিলো, আজ শুক্রবার লকডাউনের চতুর্থদিনে সংক্রমণ শনাক্তের হার বেড়ে ৪৭.৪৪ শতাংশে পৌঁছেছে। নতুন করে কেউ মৃত্যুবরণ না করলেও ৯৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩৫ জন। দিনাজপুরে এ পর্যন্ত মোট ১৪৭ জন মৃত্যুবরণ করেছে।

দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র ১৫টি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি করোনা পজেটিভ রোগী ছিলো ১০০ এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলো ৩৭ জন।

এদিকে জেলা প্রশাসক স্বাক্ষরিত কঠোর লকডাউনের প্রজ্ঞাপনের ১৩ দফা শর্তে সকল প্রকার দোকান, হোটেল-রেষ্টুরেন্ট, গণপরিবহন এবং জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এ পর্যন্ত দিনাজপুরে মোট ৬৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে; সুস্থ হয়েছে মোট ৫৭১১ জন।

Exit mobile version