Site icon Jamuna Television

শ্লোগান নয়, আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে খালেদা জিয়াকে: গয়েশ্বর

শ্লোগান নয়, আন্দোলনের মাধম্যে মুক্ত করতে হবে খালেদা জিয়াকে: গয়েশ্বর

শুধু শ্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, এজন্য নেতা-কর্মীদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই গণতন্ত্রের মুক্তি সম্ভব।

জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনায় গয়েশ্বর বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এনএনআর/

Exit mobile version