Site icon Jamuna Television

মুসলিম লিগের প্রধান পদেও অযোগ্য নওয়াজ

দুর্নীতির অভিযোগে গত বছর পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছিল। এবার নিজ পার্টি পাকিস্তান মুসলিম লিগের প্রধান পদেও তাকে অযোগ্য ঘোষণা করেছে আদালত।

আদালত জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণাই তাকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধানের পদেও অযোগ্য হিসেবে বিবেচিত করছে। পার্টি প্রধান হিসেবে তার গৃহীত বিভিন্ন সিদ্ধান্তও বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রধান বিচারক বলেন, “পিএমএল-এন এর প্রেসিডেন্ট পদে নওয়াজের নাম সকল দাপ্তরিক নথি থেকে মুছে ফেলার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ফলে, নওয়াজ শরীফের দেওয়া বিভিন্ন আদেশ, সিদ্ধান্তও রেকর্ড থেকে মুছে যাবে।”

নওয়াজের নিজেকে রাজনৈতিক যন্ত্রযন্ত্রের শিকার বলে করা দাবির মুখে আদালতের এ আদেশ এক ধরনের চটেপাটাঘাত হিসেবে দেখছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version