Site icon Jamuna Television

ক্রিস্টিয়ানো বনাম কোকাকোলা: সতর্ক করলো উয়েফা

সংবাদ সম্মেলনে স্পনসর প্রতিষ্ঠানের বোতল সরানেরা ঘটনায় সতর্ক করলো উয়েফা। ক্রিস্টিয়ানো রোনালদোর পানির বোতল রেখে দেয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, ৩৪ হাজার কোটি টাকার শেয়ারের দাম কমে কোকাকোলার।

এ ঘটনায় তাকে শাস্তি দেওয়ার মতো কঠিন পদক্ষেপ না নিলেও অংশগ্রহণকারী দলগুলোকে স্পনসরদের সাথে চুক্তির বাধ্যবাধতার কথা মনে করিয়ে দিয়েছে উয়েফা।

স্বাস্থ্যসচেতন রোনালদো হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার কোমল পানীয়র বোতল সরিয়ে রেখে পানি তুলে সামনে নিয়ে আসেন। ইশারায় বুঝিয়ে দেন, কোল্ড ড্রিংকসের চেয়ে পানি ভালো। ক্রিস্টিয়ানোর এই কাজের পর শেয়ারবাজারে কোকাকোলার ব্র্যান্ডমূল্য পড়ে গেছে ৪০ বিলিয়ন ডলার। এরপর পল পগবা এবং ম্যানুয়েল লোকাতেল্লির কয়েকটি ঘটনা ঘটে স্পনসর প্রতিষ্ঠানের বোতল সরানোর।

Exit mobile version