Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চে আপিলের গ্রহণযোগ্যতার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিল গ্রহণের পর খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।  আগামী ১৫ দিনের মধ্যে বিচারিক আদালত থেকে নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে এ মামলায় পাঁচ বছরের দণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান। খালেদার পাশাপাশি তারেক রহমান ও পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল দেয় আদালত। এ ছাড়া, প্রত্যেক আসামিকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করা হয়।

যমুনা অনলাইন: এফএইচ/টিএফ

Exit mobile version