Site icon Jamuna Television

কোপা নিয়ে সমালোচনা করায় শাস্তির মুখে মার্টিন্স

কোপা আমেরিকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনা করায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফুটবলার মার্সেলো মার্টিন্স। জানিয়েছে প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টটির নিয়ন্ত্রক কনমেবল।

কোপা আমেরিকার এবারের আসর নিয়ে সমালোচনা চলছিল আগে থেকেই। করোনা বিপর্যয়ে গোটা ব্রাজিল বিপর্যস্ত। তারপরও এবারের কোপা আমেরিকার আসরের আয়োজক হয়েছে দেশটি।

এই সময়ে ব্রাজিলে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়াটা পছন্দ হয়নি বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিন্সের। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, কেউ মারা গেলে তার দায় কনমেবলের। তাদের কাছে মূল্য আছে কেবল টাকার। কোনো ফুটবলারের জীবনের কোনো মূল্যই নেই তাদের কাছে।

এরপরই শৃঙ্খলা কমিটি মার্টিন্সকে এর কারণ দর্শাতে বলেছে। যার কারণে শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এই ফুটবলারের।

Exit mobile version