Site icon Jamuna Television

উইম্বলডনে যাচ্ছেন না নাওমি ওসাকা

আসন্ন উইম্বলডনে অংশ নিচ্ছেন না জাপানীজ তারকা নাওমি ওসাকা। তবে নিজ দেশের হয়ে খেলবেন আসন্ন টোকিও অলিম্পিকে।

আগামী ২৮ জুন শুরু হবে উইম্বলডনের এবারের আসর। তবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরের মাঠের অলিম্পিকের জন্য সেরা প্রস্তুতি নিতেই উইম্বলডনে না খেলার এই সিদ্ধান্ত ওসাকার। এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে তার এজেন্ট স্টুয়ার্ট ডুগাইড। এর আগে বিষণ্নতায় ভুগে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন চার বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী এই তারকা।

ওসাকার মতো উইম্বলডনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আরেক টেনিস তারকা রাফায়েল নাদাল। দেশের হয়ে তিনি খেলবেন না এবারের অলিম্পিকেও।

Exit mobile version