Site icon Jamuna Television

নেইমারের সামনে এবার শুধুই পেলে

পেরুর বিরুদ্ধে গোল করে দলকে জেতানোর সাথে সাথে নেইমার টপকে গেছেন বিখ্যাত ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডোকে। দেশের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতার তকমা গায়ে জড়াতে এবার নেইমারের সামনে আছেন শুধুই কিংবদন্তী পেলে।

এরই মধ্যে দেশের হয়ে নেইমার করে ফেলেছেন ৬৮ গোল। তার সামনে থাকা পেলে দেশের হয়ে করেছেন ৭৭ গোল। আর ১০ গোল করতে পারলেই নেইমার হবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। আর ব্রাজিলিয়ান সমর্থকেরা নেইমারের ফর্ম আর বয়স বিবেচনায় এই স্বপ্ন দেখতেই পারেন।

নিজেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানিতে খুশি পেলেও। ইতিহাস সেরা এই কিংবদন্তী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সদা হাস্যোজ্জল নেইমার আজ আমার গোল সংখ্যার দিকে আরও একধাপ এগিয়ে গেল। যত দ্রুত আমার রেকর্ড ভাঙবে আমি তত খুশি হব।’

Exit mobile version