Site icon Jamuna Television

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ বাংলাদেশি। দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ফিরছেন তারা।

স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় এই সুযোগ পাচ্ছেন তারা। স্থানীয় সময় শুক্রবার বিকালে ফ্লাইটটি বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে বৃহস্পতিবার তাদের হাতে বিমান টিকিট তুলে দেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা। সে সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। দালালদের মাধ্যমে লেবাননে গিয়ে এসব প্রবাসীরা চরম বিপাকে পড়েন।

ইউএইচ/

Exit mobile version