Site icon Jamuna Television

চলে গেলেন বরেণ্য সুরকার আলী আকবর রুপু

চলে গেলেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু। বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অনেক দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন রুপু। ছিল কিডনির সমস্যাও। এজন্য ডায়ালাইসিসও করা লাগছিল। কয়েকদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাদ আছর গুলশান আজাদ মসজিদে আলী আকবর রুপুর প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কর্মস্থল বাংলাভিশন কার্যালয়ে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে রুপুর আবাসস্থল মগবাজারে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা ছিলেন আলী আকবর রুপু। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কল্যাণে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এরমধ্যে, এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘পদ্ম পাতার পানি নয়’, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘প্রতিটি শিশুর মুখে হাসি’ গানগুলোর কথা শ্রোতারা আলাদা করে মনে রাখবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version