Site icon Jamuna Television

ঝালকাঠির চার উপজেলায় ইউপি নির্বাচনপূর্ব সহিংসতা

ঝালকাঠির চার উপজেলায় ইউপি নির্বাচনপূর্ব সহিংসতা হয়েছে। গত দু’দিনে পুড়িয়ে দেয়া হয়েছে প্রার্থীর ৭টি নির্বাচনী অফিস। আহত হয়েছে অন্তত ১২ জন।

পুলিশ জানায়, রাতের আঁধারে কাঁঠালিয়ার সৌজালিয়া, পাটিকেলঘাটা, আওড়াবুনিয়া, সদরের কীর্তিপাশা এবং নলছিটির ফুলকাঠিতে নৌকা প্রার্থীদের নির্বাচনী অফিসে তাণ্ডব চালানো হয়। আর রাজাপুরের সাটুরিয়া ও শুক্তগড় ইউনিয়নে পোড়ানো হয়েছে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়।

এদিকে, এ ঘটনায় নৌকা এবং বিদ্রোহী প্রার্থীরা একে অপরকে দায়ী করেছে। বিরাজ করছে থমথমে অবস্থা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২১ জুন ভোট হবে এসব ইউনিয়নে।

ইউএইচ/

Exit mobile version