Site icon Jamuna Television

কয়েক মাস ধরেই বেসামাল ভোজ্য তেলের দাম

কয়েক মাস ধরেই বেসামাল ভোজ্য তেলের দাম। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী, সেই কারণে অস্থিরতা কমানো যাচ্ছে না।

সবশেষ খুচরা পর্যায়ে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫০ টাকা। আর খোলা সয়াবিনের দর ১৩২ টাকা। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে এর আগে আমদানি পর্যায়ে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করে নেয় এনবিআর। কিন্তু সেই সুফল মেলেনি।

দামের এমন ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিশ্বাস উঠেছে। টিসিবি’র মাধ্যমে স্বল্প দামে ভোজ্য তেল বিক্রি করা হলেও সুফল পাচ্ছে না সব শ্রেণির মানুষ। ক্রেতাদের অভিযোগ, কঠোর নজরদারি অভাবে মুনাফা নিচ্ছেন একশ্রেণির ব্যবসায়ীরা।

ইউএইচ/

Exit mobile version