Site icon Jamuna Television

খুলনায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:

১৩০ শয্যাবিশিষ্ট খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন। এর মধ্যে ৮ জন করোনায় এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ওই হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৫৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯ জন, এইচডিইউতে ২০ জন এবং রেড ও ইয়োলো জোনে যথাক্রমে ৯৫ ও ২১ জন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় আরোপিত বিধিনিষেধের ১৩ তম দিন চলছে। আগামীকাল চলমান বিধিনিষেধের শেষ দিন।

Exit mobile version