Site icon Jamuna Television

নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিখোঁজ ২০

নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিখোঁজ ২০

নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নিখোঁজ ২০ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা।

সিন্ধুপালচক ও মেলামচি শহর এখনও তলিয়ে আছে বন্যার পানি আর কাদামাটিতে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজারো মানুষ।

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী ভারতের বিভিন্ন অঞ্চল। মুম্বাইয়ে এক দশকে, জুন মাসের ৩য় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে। বেহালা, পুনে, কলকাতায় ভারি বৃষ্টিতে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। দুর্ভোগ চরমে পৌঁছেছে বাসিন্দাদের। গুয়াহাটিতে মৃত্যু হয়েছে একজনের।

বন্যা কবলিত রাশিয়ার ক্রাইমিয়ায় প্রাণ গেছে একজনের। দক্ষিণ উপকূলীয় জনপ্রিয় পর্যটন এলাকা ইয়াল্টা থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় তলিয়ে আছে মেক্সিকোর ওয়ক্সাকা শহরও।

এনএনআর/

Exit mobile version