Site icon Jamuna Television

দিনাজপুরে করোনা শনাক্তের হার ৪৭ শতাংশের বেশি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৮টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেই ৫৫ জন। শনাক্তের শতকরা হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০।

চলমান করোনা সংক্রমণের উচ্চ হারের মধ্যেও স্বাস্থবিধি মানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না সাধারণ মানুষ। ১৫ জুন থেকে শুরু হওয়া লকডাউনে মানুষকে বাড়িতে আটকানো সম্ভব না হওয়ায় প্রশাসন পৌর এলাকার বিভিন্ন মহল্লার প্রবেশদ্বারে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। তবে তাতেও থামছে না মানুষের বাইরে যাওয়া। অনেকে অবশ্য মানুষের বহির্মুখিতার জন্য দায়ী করছেন ব্যাটারিচালিত অটোরিকশাকে।

দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র ১৫টি। গতকাল (১৮ জুন) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন।

দিনাজপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৮৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৫৭৯২ জন।

Exit mobile version