Site icon Jamuna Television

মেডিকেল শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে রামেকে টিকাদান কর্মসূচি শুরু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে কোভিডের টিকাদান কর্মসূচি। সকাল দশটায় হাসপাতালের পরীক্ষা হলে এ কর্মসূচি শুরু হয়। শুরুর দিনে ২১০ জন মেডিকেল শিক্ষার্থীকে সিনোভ্যাক্সের এ টিকা দেয়া হচ্ছে। এর আগে গত বুধবার ৩১২০০ টিকা রাজশাহীতে এসে পৌঁছায়।

স্বাস্থ্যবিভাগ আরও জানিয়েছে, যেসব শিক্ষার্থী টিকা পেয়েছেন তারা পরীক্ষা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে যোগদান করবে। সে কারণে তাদেরকে টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
স্বাস্থ্যবিভাগের বরাতে বলা হয়, আগামীকাল বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরদিন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
শুরুর দিনে আগে থেকেই নিবন্ধন করা অনেক সাধারণ মানুষ টিকা নিতে এসে না পেয়ে ফিরে গেছেন। তবে কবে জনসাধারণের জন্য টিকা দেয়া হবে সেটি এখনও নিশ্চিত করতে পারেনি রাজশাহীস্থ সিভিল সার্জন অফিস।

Exit mobile version