Site icon Jamuna Television

টঙ্গীতে সিডিএল ভবনে আগুন

গাজীপুর প্রতিনিধি:

গজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ক্যাপিটাল ডেভলপমেন্ট লিমিটেড ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ জুন) সকালে বিশ্ব এজতেমা রোড সংলগ্ন ওই ভবনে এই অগ্নিকান্ড ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ ইকবাল হাসান জানান, সকাল পৌনে নয়টার দিকে স্টেশন রোড এলাকার ক্যাপিটাল ডেভলপমেন্ট লিমিটেড নামক একটি নির্মাণাধীন বহুতল ভবনের বেইজমেন্টে ময়লার গুদামে আগুন লাগার খবর আসে। সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Exit mobile version