Site icon Jamuna Television

পাথরঘাটায় হরিণের চামড়া ও ২৪ কেজি হরিণের মাংস জব্দ

গত শুক্রবার (১৮ জুন) বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পরিচালিত অভিযানে জব্দ করা হয়েছে হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টায় স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ারের নের্তৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি হরিণের চামড়া ও ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।

পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মেহেদী হাসান জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য ̈নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Exit mobile version