Site icon Jamuna Television

কোহলি-আনুশকার ‘ভাইরাল ভালোবাসা’

আবারও সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে বিরাট-আনুশকা জুটি। এ জুটির ভালোবাসার প্রতিচ্ছবি হয়েই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে একটি ছবি।

নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশ্বখ্যাত গ্রাফিতি ‘দ্য কিস’র সামনে জীবনসঙ্গী আনুশকা শর্মার সঙ্গে বিরাটের ঠোঁটের ব্যারিকেড গড়ে তোলার ছবি ভীষণ সাড়া ফেলেছে তরুণ প্রজন্মের মধ্যে। এক নাবিক ও নার্সের চুম্বনের ছবি আঁকা হয়েছে সেই সেই গ্রাফিতিতে। সেই ছবির আদলেই গভীর ভালোবাসায় পরস্পরকে আলিঙ্গন করলেন ‘বিরুশকা’।

পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। আর তাতেই ভাইরাল ভালোবাসার এই ছবি। সত্যিই ব্যাটিংয়ের মতো নিজের ভালোবাসার সম্পর্ককেও দিন দিন অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন কোহলি।

অথচ, তুমুল প্রেমের পর যখন ভাটা এসেছিল তখন অনেকেই এ জুটির শেষ দেখে ফেলেছিল। সব ধারণা মিথ্যে প্রমাণ করে গত বছরের ডিসেম্বরে প্রেমকে বিয়েতে পরিণতি দিয়েছেন এ ড্যাশিং জুটি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version