Site icon Jamuna Television

ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন চালু করতে যাচ্ছে সরকার: নসরুল হামিদ

রাজধানীসহ আশপাশের এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন চালু করতে যাচ্ছে সরকার। এটি বাস্তবায়িত হলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে আশাবাদী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয় ‘টুইন টাওয়ার’র ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রতিমন্ত্রী আরও জানান, এ ভবনেই থাকবে সর্বাধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, স্ক্যাডা। চারশ’ ছয় কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া এই প্রকল্প শেষ হতে সময় লাগবে তিন বছর।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ।

এনএনআর/

Exit mobile version