Site icon Jamuna Television

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার প্রায় ৬১ শতাংশ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও অপর আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এটিই সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসায়েন সাফায়েত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত ২৬৬ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ সৎকার এবং দাফনের জন্য বলা হয়েছে।

Exit mobile version