Site icon Jamuna Television

অক্ষয়ের কুশপুত্তলিকা দাহ

‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম পালটানোর দাবিতে এবার অক্ষয়ের বিরুদ্ধে ক্ষেপেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। তাদের দাবি ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম পালটে রাখতে হবে ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। এই দাবিতে শুক্রবার (১৬ জুন) চণ্ডীগড়ে বলিউড তারকা অক্ষয় কুমার ও ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুত্তলিকা দাহ করেছে তারা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এর আগেও এই সিনেমার নাম পালটানোর দাবি তুলেছিল রাজনৈতিক দল করণী সেনা। এর ব্যত্যয় হলে সিনেমার সেটে হামলার হুমকিও দিয়েছিল তারা।

ভারতে পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে এমন পরিস্থিতি নতুন নয়। এর আগেও করণী সেনা ‘পদ্মাবত’ সিনেমার সেটে গিয়ে ভাঙচুর করেছিল। ছবির পরিচালক সঞ্জয় লীলা বনসালীকেও হেনস্তা করা হয়েছিল।

‘যোদ্ধা আকবর’ সিনেমার সময়ও এমন বিক্ষোভ দেখা গেছে। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি। সিনেমাটির নাম পালটানোর ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি এর নির্মাণের সাথে জড়িতরা।

Exit mobile version