Site icon Jamuna Television

চলে গেলেন সাংবাদিক কালাম বিশ্বাস


মানিকগঞ্জ প্রতিনিধি:

দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো:আবুল কালাম বিশ্বাস ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর। বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে কালাম বিশ্বাস বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন ও দৈনিক দিনকালসহ বেশ কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদদাতা হিসাবে দায়িত্ব পালন করেন।

কালাম বিশ্বাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনীসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী,তিন সন্তান,পিতা,ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

Exit mobile version