Site icon Jamuna Television

কুমিল্লায় খাল দখল করে গুচ্ছগ্রাম গড়ে তোলার অভিযোগ

খাল দখল করে গুচ্ছগ্রাম গড়ে তোলা হচ্ছে কুমিল্লায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রস্তাবিত প্রকল্পে নেই কোন যোগাযোগ ব্যবস্থা। ড্রেজার বসিয়ে নির্বিচার বালু তোলা হচ্ছে পুকুর থেকে। এতে ভূমিধ্বসের আশঙ্কাও দেখা দিয়েছে।

আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী এলাকায় প্রস্তাব হয়েছে ১ একর ৬৫ শতাংশ জমি। যেখানে মাটি ভরাটের কাজ চলছে।

সরকারি খাতায় জমিটি প্রবাহমান খাল হিসেবে চিহ্নিত। এরইমধ্যে খালটি ভরাট হয়ে যাওয়ায় আশপাশের ২০টি গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ। নষ্ট হচ্ছে ফসলি জমি। প্রতিকার চেয়ে প্রশাসনে লিখিত আবেদন জানিয়েছে স্থানীয়রা।

আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য পাশের একটি পুকুরে বসানো হয়েছে ড্রেজার। নির্বিচার বালু তোলায় পুকুরের চার পাশে থাকা ঘর-বাড়ি ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভূইয়া মুকুল বলছেন, এটি সরকারি প্রকল্প। যা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করছেন তিনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলছেন, যেহেতু প্রকল্পটি প্রস্তাবিত, তাই জনস্বার্থ বিরোধী হলে তা বাতিল হবে।

আশ্রয়ণ প্রকল্প এলাকার একাংশে ভূমিহীনদের ৬৫ শতক জমিও রয়েছে। তারা উচ্ছেদ হলে নতুন প্রকল্পে বরাদ্দ পাবে কিনা সেই নিশ্চয়তাও মেলেনি।

Exit mobile version