Site icon Jamuna Television

সিলেটে স্ত্রী-দুই সন্তান হত্যার ঘটনায় বাবা হিফজুর গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবা হিফজুরকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয় হিফজুরকে। রোববার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিলে সেদিনই তাকে আদালতে তোলা হবে।

মামলার তদন্তের স্বার্থে হিফজুরকে রিমান্ডে নেয়ার আবেদন জানাবে পুলিশ। মঙ্গলবার রাতে বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে ঘরের ভেতর দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় হিফজুর রহমানকে।

ইউএইচ/

Exit mobile version