Site icon Jamuna Television

একটানা ১১ হাজারের বেশি ডুবের রেকর্ড!

একটানা ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে রেকর্ড গড়েছে ভারতীয় তরুণ মুকেশ গুপ্তা। চার ঘন্টার কিছু বেশি সময়ে এতগুলো ডুব দেয় সে। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এই অভিনব রেকর্ডের তথ্য উঠে এসেছে।

মুকেশ গুপ্তা পশ্চিবঙ্গের হাওড়ার বাসিন্দা। লাগাতার এতগুলো ডুব দিয়ে সে নিজের নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। হাওড়ার তেলকল ঘাটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধির সামনে ৪ ঘন্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে ১১,৫০৪ টি ডুব দিয়ে এই রেকর্ড গড়ে সে।

মুকেশ গুপ্তা কলকাতা ২৪ কে জানায়, আগে থেকেই একটানা ডুব দিয়ে রেকর্ড গড়ার ইচ্ছা ছিলো আমার। সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করেছি। রেকর্ডবুকে ঢুকতে পেরে ভাল লাগছে। সামনে আরও রেকর্ড গড়ার ইচ্ছা আছে।

নিজের প্রস্তুতি সম্পর্কে মুকেশ জানায়, এই কাজ করতে তাকে আড়াই মাসের ট্রেনিং নিতে হয়েছে। বেশিরভাগ সময় পানিতেই কেটেছে তার।

এর আগে বাড়ি থেকে পালিয়ে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়েছিল সে।

Exit mobile version