Site icon Jamuna Television

লালমনিরহাটে আ.লীগের কমিটি গঠন কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি:

গতকাল জেলা আওয়ামী লীগের কমিটির তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে আশানুরূপ পদ-পদবী না পাওয়ায় লালমনিরহাটে আজ (১৯ জুন) সারাদিন চলে উত্তেজনা।

এরপর সন্ধ্যায় জেলার রংপুর-লালমনিরহাট জাতীয় মহাসড়কের তিস্তা বাস স্ট্যান্ডে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে সড়কের দুপাশের শতশত যানবাহন আটকে পড়ে।

পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা স্বপনের স্ত্রী শিউলি মোস্তফা নেতাকর্মীদের আশ্বস্ত করলে তারা অরবোধ তুলে নেন।

Exit mobile version