Site icon Jamuna Television

ফ্রান্সকে রুখে দিয়ে হাঙ্গেরির চমক

ইউরো কাপে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিলো হাঙ্গেরি। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি আর হাঙ্গেরির মধ্যে সব চেয়ে দুর্বল পুসকাসের দেশ। সেই হাঙ্গেরিই ঘরের মাঠে থামিয়ে দিলো ফ্রান্সকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপের ফ্রান্স বনাম হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এই ম্যাচের আগে মাত্র একটি গোল করেছেন হাঙ্গেরির পাঁচ নম্বর জার্সিধারী। শনিবার পুসকাস এরিনার সবুজ গালিচাতে ভারানকে গতিতে পিছনে ফেলে দিয়ে ফ্রান্সের জালে বল ঠেলে দেয় ফিওলা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরে ফ্রান্স। কিন্তু ম্যাচটা আর বের করতে পারেনি তারা। এমবাপ্পে, গ্রিজম্যান ও আঙ্গোলো কন্তে সম্বলিত দলকে থামিয়ে দেওয়া হাঙ্গেরির কাছে জয়ের সমতুল্যই বটে।

বলের দখলে প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে থাকলে ফরোয়ার্ডদের ব্যর্থতার মাশুল দিতে হয়েছে ফ্রান্সকে। পাল্টা আক্রমণে ফ্রান্সের জালে গোল করলেও হাঙ্গেরিকে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে।

ইউএইচ/

Exit mobile version