Site icon Jamuna Television

২৮ ঘণ্টায় ১০ তলা বাড়ি বানালো চীন!

চীনের চাঙসা শহরে ২৮ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা বাড়ি তৈরি করেছে ব্রড গ্রুপ নামে একটি সংস্থা। এত অল্প সময়ে তাও আবার আকাশচুম্বি বাড়ি! কী করে সম্ভব হলো?

নির্মাণকারী সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামত পুরো কাঠামো তৈরি করা হয়েছিল বাড়িটির। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামো আগে থেকেই তৈরি থাকাতে সময় বেঁচেছে। ফলে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছে।

তবে সংস্থাটি অভয়ও দিয়েছে, এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত। এবং ভূমিকম্পন প্রতিরোধী। তাছাড়া বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া যাবে।

Exit mobile version