Site icon Jamuna Television

মার্কিন প্রেসিডেন্ট পরিবারে শোকের আবহ

বাইডেন পরিবার। ফাইল ছবি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারে শোকের আবহ। তাদের প্রিয় পোষা জার্মান শেফার্ড কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। শনিবার কুকুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বাইডেন দম্পতি। জো বাইডেন টুইটে লিখেছেন, আমাদের পরিবার প্রিয় সাথী চ্যাম্পকে হারিয়েছে আজ। আমি তাকে মিস করবো।



এদিকে, শোক প্রকাশে পিছিয়ে ছিলেন না মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও। এক টুইট বার্তায় জিল বাইডেন লিখেছেন, ‘আমরা তাকে সবসময় মিস করব’।

এছাড়া, হোয়াইট হাউসের এক বিবৃতিতেও চ্যাম্পের মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে কুকুরটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, এই কুকুরটি ছিল প্রেসিডেন্ট দম্পতির অনেক প্রিয়। তারা এই মিষ্টি, ভালো বালকটিকে ভালো বাসেন এবং তাকে সবসময় মিস করবেন।

জানা গেছে, ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্টের সর্বক্ষণের সঙ্গী ছিল চ্যাম্প। শুধু হোয়াইট হাউসে নয়, চ্যাম্পকে দেখা যা রূপালী পর্দাতেও। চ্যাম্প ছাড়াও বাইডেনের আরো একটি কুকুর রয়েছে যার নাম মেজর।

Exit mobile version