Site icon Jamuna Television

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘে প্রস্তাব গৃহীত

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘে।

সাধারণ অধিবেশনের ১১৯টি সদস্য দেশই এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে। একমাত্র বেলারুশ এর বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ ভোটদানে বিরত থেকেছে। মিয়ামমারে অস্ত্র সরবরাহের সিংহভাগই করে থাকে রাশিয়া ও চীন।

জাতিসংঘের এই প্রস্তাবে সামরিক শাসনের নিন্দা জানিয়ে নির্বাচিত নেতা অং সান সু চিসহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করা হয়। একইসাথে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।

গেল ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে অন্তত ৮৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এএপিপি।

Exit mobile version