Site icon Jamuna Television

কোথায় ছিলেন ত্ব-হা; যা বললেন বন্ধুর মা

আলোচিত ইসলামি বক্তা ত্ব-হা মুহাম্মদ আদনান গাইবান্ধায় তার বন্ধু সিয়াম ইবনে শরীফের বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন সিয়ামের মা।

শনিবার (১৯ জুন) বিকালে তিনি জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামে তাদের বাড়িতে তিন সঙ্গীসহ আত্মগোপন করেছিলেন ত্বহা। সেখানে সাতদিন অবস্থানের পর শুক্রবার সকালে রংপুরে যান তারা।

তবে ত্ব-হা ও তার সঙ্গীরা সাতদিন বন্ধুর বাড়িতে থাকলেও আশেপাশের কেউ জানতো না বলে দাবি করেছেন সিয়ামের মা নিশাদ নাহার। এমনকি তার ছেলে সিয়ামও বিষয়টি জানতো না বলে জানান তিনি। তার দাবি, ত্ব-হার অনুরোধেই তিনি তার অবস্থানের কথা কাউকে বলেননি। স্থানীয়রা তাদের বহনকারী গাড়িটি সেখানে যেতে দেখেনি কেউ।

এর আগে রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছিলেন। ১৩ জুন থেকে তার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীনও নিখোঁজ হয়েছিলেন।

এরপর ১৮ জুন তিনি ফিরে এসে ডিবির জিজ্ঞাসাবাদে ত্ব-হা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন বলে জানান। ডিবি প্রেস ব্রিফিংয়ে এমন তথ্যই জানান।

Exit mobile version