Site icon Jamuna Television

বার্সায় যোগ দিচ্ছেন ডিপাই

নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোম্যান এর যেন ডাচ উইঙ্গার মেমফিস ডিপের ওপর বেশ আগে থেকেই নজর ছিল। তবে ব্যাটে বলে মিলছিল না। এবার সুযোগ সামনে আসতেই লুফে নিল বার্সা। ফরাসি ক্লাব লিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জুলাইয়েই ফ্রি এজেন্ট হিসেবে বার্সায় যোগ দিচ্ছেন এই উইঙ্গার।

দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন মেমফিস ডিপে। আগামী ১ জুলাই ক্যাম্প ন্যুয়ে যোগ দেবেন তিনি। গত মৌসুমেই ডিপেকে দলে নিতে চেয়েছিলো বার্সেলোনা। কিন্তু আর্থিক সংকটে থাকায় ২৭ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে পারেনি কাতালান ক্লাবটি। তবে এবার ফ্রি এজেন্ট হিসেবেই তারা পাচ্ছে ডিপেকে। ন্যাদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন কোম্যানের অধীনে খেলেছিলেন ডিপে।

বার্সা কোচ জানিয়েছেন, ডিপের সাথে চুক্তি সম্পন্ন। চুক্তি স্বাক্ষর বাকি যেটা অতি দ্রুতই হয়ে যাবে।

এর আগে ডাচ ফুটনবলার গিনি উইনালদামকে দলে ভেড়ানোর চেষ্টা করে বার্সা। চুক্তির একদম শেষ প্রান্তে গিয়েও তাকে ধরে রাখতে পারেনি। ফরাসি ক্লাব পিএসজি মোটা অংক দিয়ে তাকে দলভুক্ত করে নেয়।

Exit mobile version