Site icon Jamuna Television

কোপায় নতুন রেকর্ড গড়লেন মেসি

কোপা আমেরিকায় অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ এসিস্টের রেকর্ড এখন মেসির দখলে।

উরুগুয়ের বিপক্ষে একমাত্র গোলে পাওয়া জয়ে অবদান ছিলো লিওনেল মেসির। আগের ম্যাচে গোল করেছিলেন, আর এই ম্যাচে গোল করিয়ে নাম উঠিয়েছেন রেকর্ড বইয়ের আরও একটি পাতায়।

২০১১ ও ২০১৫ সালে ৩ বার করে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। ২০১৬ সালে সতীর্থদের দিয়ে করিয়েছিলেন সর্বোচ্চ ৪ গোল। আর এবার দুই ম্যাচে ১ গোলের পাশাপাশি আছে ১ অ্যাসিস্ট।

আর্জেন্টিনা ফাইনালের পথে এগোলে হয়তো মেসির এই এসিস্টের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

Exit mobile version