Site icon Jamuna Television

ইতালিতে মার্কিন পতাকাবাহী জাহাজে অভিযান, ১৫শ কোটি ডলারের মাদক উদ্ধার

ইতালি উপকূলে মার্কিন পতাকাবাহী ছোট একটি জাহাজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে দেশটির পুলিশ বিভাগ। প্রায় ছয় টন ওজনের এসব মাদকের বেশিরভাগই ভাং। যার বাজারমূল্য প্রায় ১৫শ কোটি ডলার।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, জাহাজে থাকা তিন ক্রুকে আটক করা হয়েছে। তারা সবাই বুলগেরিয়ার নাগরিক।

শুক্রবার (১৮ জুন) ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে নিয়মিত টহলের সময় পুলিশের একটি নজরদারি বিমান জাহাজটিকে চিহ্নিত করে। এটি সারদিনিয়ান সাগর থেকে সিসিলি চ্যানেলের দিকে যাচ্ছিল।

মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর জাহাজে অভিযানের সিদ্ধান্ত নেয় ইতালির পুলিশ। একটি টহল নৌকা নিয়ে আটকানো হয় মাদকবাহী ছোট জাহাজটি।

Exit mobile version