Site icon Jamuna Television

‘দেশের প্রতিটি মানুষের জন্য ঠিকানা নিশ্চিতে কাজ করছে সরকার’

দেশের প্রতিটি মানুষের জন্য ঠিকানা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। কেউ গৃহহীন থাকলে তা সরকারকে জানাতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি আর গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। তাদের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে দুই শতক জমিসহ সেমি-পাকা ঘর উপহার দেয়া হয়।

ভাড়ার বিনিময়ে বস্তিবাসীর উন্নত জীবন যাপনের ব্যবস্থাও সরকারের পরিকল্পনায় আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/

Exit mobile version