Site icon Jamuna Television

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:

খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আজও সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, খুলনার দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলের একজন, মাগুরার একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহের চারজন মারা গেছেন।

এর আগে শনিবার এই বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছিলো। এদিকে খুলনা বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬৩ জনের। এরমধ্যে মোট ১৬৪ জন খুলনা জেলাল, যা জেলাগুলোতে সর্বোচ্চ।

Exit mobile version