Site icon Jamuna Television

ইবোলামুক্ত পশ্চিম আফ্রিকার দেশ গিনি

ইবোলামুক্ত হলো পশ্চিম আফ্রিকার দেশ গিনি। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘোষণা দিয়েছে।

চলমান করোনা মহামারির মধ্যেই ফেব্রুয়ারিতে গিনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও ইবোলা ভাইরাস ছড়ায়। এ সময় দেশটিতে সংক্রমিত হন ১৬ জন; মারা যান ১২ জন। প্রায় চার মাস পর পশ্চিম আফ্রিকার দেশটি ইবোলার প্রকোপ থেকে মুক্ত এমনটা নিশ্চিত করলো ডব্লিউএইচও।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম এক বিবৃতিতে বলেন, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশগুলো ইবোলার বিরুদ্ধে লড়াই করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার দ্রুত ঠেকানো গেছে সংক্রমণ। গত বছর ফেব্রুয়ারিতে ইবোলার টিকা দেয়া শুরু করে গিনি।

ইউএইচ/

Exit mobile version