Site icon Jamuna Television

বৃষ্টি পিছু ছাড়ছে না কোহলি-উইলিয়ামসনদের

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন পুরোটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শনিবার রিজার্ভ ডেতেও ছিল বৃষ্টির হানা। অর্ধেকদিন মাঠে খেলা গড়িয়েছে। বোলারদের স্বর্গরাজ্যের এই পিচে নিউজিল্যান্ডের সুইং ভালই সামলেছে ভারতীয়রা। তিন উইকেট হারিয়ে ১৪৬ রানে দিন শেষ করেছে তারা।

এদিন সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন ভারতীয় দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। তাদের ৬২ রানের জুটি ভাঙে রোহিত শর্মার বিদায়ে। ৩৪ রান করে কেইল জেমিসনের শিকারে পরিণত হন রোহিত।

এরপর ২৮ রান করে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শুভমন গিল। ৫৪ বলে ৮ রানের ইনিংস খেলে বিদায় নেন চেতশ্বর পূজারাও। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ভিরাট কোহলি। ৪৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। সঙ্গে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন আজিঙ্কা রাহানে।

Exit mobile version