Site icon Jamuna Television

এরদোগানের প্রধান রাজনৈতিক কার্যালয়ে ককটেল হামলা

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রধান কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে, শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় রাত ৯টায় ওই হামলার ঘটনা ঘটে। একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেত সেরিফ আয়ডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে।

তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে ককটেল হামলার তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি। একে পার্টির ডেপুটি চেয়ারপার্সন হামজা দাগ বলেছেন, তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

সাম্প্রতিককালে তুরস্কের রাজনৈতিক কার্যালয়গুলোতে এধরণের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। একে পার্টির কার্যালয়ে হামলার একদিন আগে ইজমির প্রদেশে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) প্রধান কার্যালয়ে বোমা হামলায় দলটির তরুণ নেত্রী নিহত হন।

Exit mobile version